যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

Nonte Fonte Song Lyrics | Bangla Rap

Nonte Fonte Song Lyrics, নন্টে ফন্টে Bangla Rap, Oldboy x WhySir,
বাংলার এই অসাধারণ   Rap  টা  শুনবেনাকি ?


Nonte Fonte Song Lyrics |নন্টে ফন্টে   Bangla Rap | Official Music Video | Oldboy x WhySir (Prod. by Lord 9Sick)


মামা রা সব ধরছে ধরবে
মস্তি তবু চলছে চলবে
ব্যাক সিন এ এল নন্টে ফন্টে
কেল্টু হলে সাইড এ কাটলে (x2)

কথা কম আজকে we take the টাউন us
ইন্সটা চেক উজার name হলো ব্রাউন jesus
মফস্বল থেকে বিশ্ব হ্যা ডাউট বিশাল
বাংলাকে বিশ্ব করে নেবো আমরা শেষ নিঃশ্বাস
বিশ্বাস রাখ সব সফল হবি একদিন
ভেঙে পড়িসনা ভাই জীবন এক একটিং
তুই খেলাতে হবি ভাই শচীন
মার্ সেঞ্চুরি কোনো কাজ নয় কঠিন


মহাগুরু হতে ফুলপ্যান্ট লাগেনারে,
পেটো হাতে নিতে কালী পুজো লাগেনারে ,
নন্টে ফন্টে থাকলে Old Monk লাগেনারে ,
Rap করলে কচি কোনো বৌদিও পোটেযাবে  Hey,
ভাইগুলো চলে আসে একডাকে
মাঠে বাওয়াল হয় ঠিকই তবু  তারা ভালোবাসে
রামলাল থেকে ফইজাল দাদা বলে ,
মানুষের কাজ করতে , ভোট ব্যাঙ্ক লাগেনারে


মামা রা সব ধরছে ধরবে
মস্তি তবু চলছে চলবে
ব্যাক সিন এ এল নন্টে ফন্টে
কেল্টু হলে সাইড এ কাটলে (x2)

 বাঙাল ঘটি কিম্বা  New York এর বাঙালি
বরিশাল থেকে সিলেট , বাঁকুড়া বাজারে গানটা চলে  কি?
আর দূর্গা পুজোয় , ইদ-উল ফিতরে ভেদাভেদ টাকে বাদ দিস
আমি ভোগ বিতরণ করেযাবো তোরা ইফতারে কিছু রেখেদিস! Ayy!
গানটা  শুনে ভাইবা করে কাজের মাসি
Boss এর কাছে চালিয়ে বোনাস পেয়ে গেলো employee
আজকে বাঙালিরা সাইড এ রাখে PNPC,
নন্টে ফন্টে হতে হবে, কেল্টু হলে চলবে নাকি ?



পার্টি দাঙ্গা সাইড এ রাখবে
পার্টি মানে মস্তি হবে
নন্টে ফন্টে স্টেজে উঠলে
বাংলার পুরো গুষ্টি নাচে
এপার ওপার  বিশ্ব
আজ সব বাঙালি একই সাথে
স্বপ্ন হলেও সত্যি জানো
বাংলাতেও আজ গ্রামী আসে
রোজকার শুধু বাওয়াল গুলো
আজকে ভাই হালকা থামে
টোটোর দাদা, অটোর কাকু সবাই আজ একই দলে
দাদা বৌদি একইসাথে
সবাই আজ রোল তা খাবে
সার্বজনীন দূর্গা পুজো এ সব বাঙালির মিলন হবে!


মামা রা সব ধরছে ধরবে
মস্তি তবু চলছে চলবে
ব্যাক সিন এ এল নন্টে ফোন্টা
কেল্টু হলে সাইড এ কাটলে (x4)



Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×