Jege Jege Song Lyrics:
জেগে জেগে কত পার করে দিবারাত।
আরো একবার মুঠোর মধ্যে হাত।
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মত,
সুরেরে শরীর মন তবু অক্ষত।
আজ রাত চলে যেও না যেও না আজ রাতে--
না না না না না না
ঠোটের শহর আদর সইনে যেতে,
সম্মোহনের সময় হয় না মিথ্যে।
চেনা মোমদানি নিজেকে রেখেছি নিজে,
জলে নয় চোখ অপেক্ষায় লেগে ভিজে।
আজ রাতে চলে যেওনা যেওনা যেওনা আজ রাতে
দুজনের মাঝে সে নয় দাগের সুতো,
স্মৃতি ভুলে যায় দুঃখ কে ভাবি ছুতো।
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা,
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে।
এসো একবার শরীরের পথে পথে,
ঘুরে দেখে নেই কত অঘটন ঘটে।
মরে যেতে পারি সহজেই এত চাওয়া,
বেচে নেব বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে।
জেগে জেগে কত পার করে দেওয়ারাত ,
আরো একবার মুঠোর মধ্যে হাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো,
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাত চলে যেও না যেও না আজ রাতে--
না না না না না না ---------
Jege Jege Song Credits:
Song: Jege JegeCast: Srabanti Chatterjee, Shaheb Bhattacharjee
Singer: Shreya Ghoshal
Lyrics: Srijato
Music: Joy Sarkar
Film: Uraan
Director: Tridib Raman
Bass, Guitars: Sanjoy Das
Programming: Sabuj-Ashish
Back vocals: Anasmita Ghosh, Ashmita Kar
Guitars recorded by Joy Sarkar (Joy Sarkar’s studio, Kolkata)
Back vocals recorded by Goutam Basu (Studio Vibrations, Kolkata)
Vocals recorded by Amey Londhe (Audio Garage, Mumbai)
Mixed and Mastered by Abhijit Tenny Roy (Junk n Genius, Mumbai)