Bhhalo Thheko Prithibi Song Credit:
- Original Song : Heal the World
- Lyrics & Composition : Michael Jackson
- Album : Dangerous (1991)
- Bengali Transliteration : Koushik Chakraborty
- Song: Bhhalo Thheko Prithibi
- Singer: Koushik Chakraborty
- Lyrics: Koushik Chakraborty
- Composer: Koushik Chakraborty
- Music Label: Koushik Chakraborty
Bhhalo Thheko Prithibi Song Lyrics:
জানি এটাই ভালোবাসাআজো আছে ঠিক একইরকম
মনের কোথাও চেষ্টাটুকু জ্বালায় আলো,
চোখের জলের নেই প্রয়োজন
নেই কোনো দুঃখের আয়োজন
যন্ত্রণার রাত্রি শেষে ঘুচবে কালো।
জেনে নিও কেমন আছে সবাই
যদি যেতে চায় মন তখন
খোঁজ নিও, জায়গা দিও।
ভালো থেকো আরো সবুজে
বুক ভরা নিঃশ্বাসে আর বিশ্বাসে
বেঁধে রেখো পৃথিবী,
কত মানুষ আজো কাঁদছে
যদি ভেবে থাকো এতটুকু
জায়গা দিও সেই নতুন ঠিকানায়।
ছুঁয়ে যাবে, কঠিন সময় তোমার এখন,
এটাই কারণ টিকে থাকার
নাকি বাঁচার জন্যই বাঁচা
ভয় পেয়ে আর কতদিন থাকবে বলো?
জেনে নাও পথ আছে শুধু একটাই
ভালবাসা আর ভালোবাসার
বুকে রেখো, জড়িয়ে থেকো।
ভালো থেকো আরো সবুজে
বুক ভরা নিঃশ্বাসে আর বিশ্বাসে
বেঁধে রেখো পৃথিবী,
কত মানুষ আজও কাঁদছে
যদি ভেবে থাকো এতটুকু
জায়গা দিও সেই নতুন ঠিকানায়।
তবু আজো কত মুখ একইভাবে স্বপ্ন সাজায়
এই পৃথিবীর চেনা ছবি আজো অসময়ে গল্প শোনায়
তবু মারছি আমরা, মরছে মানুষ
আহত পৃথিবীর বুকে প্রতিদিন,
এটাই সহজ, তবু বদলে নাও, আলো দাও ..
ভাবনাহীন গানের সুরে এক হই সবাই,
ভয় নেই নবজাতক
নেই হানাহানি হিংসা বিদ্বেষ,
লাঙল মাটির বুক চিরে সবুজে মোড়ে এই দেশ
জেনে নাও পথ আছে শুধু একটাই
ভালো থাকার, আর ভালো রাখার
বুকে থেকো, জায়গা দিও।
ভালো থেকো আরও সবুজে
বুক ভরা নিঃশ্বাসে আর বিশ্বাসে
বেঁধে রেখো পৃথিবী,
কত মানুষ আজও কাঁদছে
যদি ভেবে থাকো এতটুকু
জায়গা দিও সেই নতুন ঠিকানায়।