Home
/
আয়ুর্বেদ
/
Ayurved Tips
/
stop hair growth
/
/
অপ্রয়োজনীয় জায়গায় লোম ওঠা বন্ধ করবেন কিভাবে?
|| অপ্রয়োজনীয় জায়গায় লোম ওঠা বন্ধ করবেন কিভাবে? ||
- শঙ্খের চূড়া প্রায় ২০গ্রাম, হরিতাল 10 গ্রাম, মেনসিল পাউডার ৬গ্রাম নিতে হবে। এবার এই তিনটে জিনিসকে জলের সাথে মিশিয়ে একটা প্রলেপ বানাতে হবে, তারপর অপ্রয়োজনীও জায়গায় যেখানে লোম ওঠে সেখানে লাগিয়ে দিতে হবে। এই প্রলেপকে খুব সাবধানে লাগাতে হবে কারণ এটা যেখানে লাগানো হবে সেখানে আর চুল উঠবে না। এটাকে ভ্রূর উপর ব্যবহার করা যাবে না। একটা কথা মনে রাখবেন এই প্রলেপটা সাত দিন টানা লাগালে সেই জায়গায় কোনদিনই চুল উঠবে না। তবে এটা আপনার চামড়ার কোনো ক্ষতি করবে না।
- আরও একটা উপায় আছে যেটা করলো অপ্রয়োজনীয় জায়গায় লোম ওঠা বন্ধ হয়ে যাবে। সামি গাছের বীজ বেটে অপ্রয়োজনীয় জায়গায় যেখানে লোম ওঠে সেখানে সেভ করে তারপর এর প্রলেপ লাগিয়ে দিতে হবে। এই প্রক্রিয়া করতে থাকলে অপ্রয়োজনীয় জায়গায় লোম ওঠা বন্ধ হয়ে যাবে।
- খোরাসানী আজবাইন এবং আফিন দুটোই অর্ধেক গ্রাম করে নিয়ে একটা পাত্রে বেটে অপ্রয়োজনীও জায়গায় যেখানে লোম দরকার নেই, সেখানে প্রলেপ করে দিলে লোম ওঠা বন্ধ হয়ে যায়।
তাহলে আয়ুর্বেদিক উপায়ে অল্প খরচে এবং নির্ভয়ে বাড়িতে বসে ছোট বড়ো সমস্যা সমাধান করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন