Tumi Jante Cheyechile Song Credit:
- Song : Tumi Jante Cheyechile
- Singer : Andrew Kishore
- Lyric : Darpan Kabir
- Composer : S A Samim
- Label : Agniveena
Tumi Jante Cheyechile Song Lyrics:
তুমি জানতে চেয়েছিলেদু চোখের নোনা জলে
স্মৃতিরা কি কথা কয়
তুমি জানতে চেয়েছিলে
দু চোখের নোনা জলে
স্মৃতিরা কি কথা কয়
সাগরেরও নীল জলে
কত ব্যথা ঝলমলে
সাগর তা কেন শুধু সয়
তুমি জানতে চেয়েছিলে
দু চোখের নোনা জলে
স্মৃতিরা কি কথা কয়
হারালে তা অবশেষে
ব্যর্থ জীবন হল কেন মনে হয়
কেউ যদি ভালোবেসে
হারালে তা অবশেষে
ব্যর্থ জীবন হল কেন মনে হয়
সকলেই প্রেমে পড়ে
স্বপ্নেরা ভাঙে গড়ে
না পাওয়ায় কেউ কেউ দেবদাস হয়
কেউ যদি দ্বীপ জ্বেলে অভিমানে চলে গেলে
ফিরবে সে কেন কেউ পথ চেয়ে রয়
কেউ যদি দ্বীপ জ্বেলে অভিমানে চলে গেলে
ফিরবে সে কেন কেউ
পথ চেয়ে রয়
বিরহের অভিশাপে
কেউ জেতে কেউ হারে
প্রতারিত মন বলে কেউ কারো নয়
দু চোখের নোনা জলে
স্মৃতিরা কি কথা কয়
সাগরেরও নীল জলে
কত ব্যথা ঝলমলে
সাগর তা কেন শুধু সয়
তুমি জানতে চেয়েছিলে
দু চোখের নোনা জলে
স্মৃতিরা কি কথা কয়