Dec 15, 2018

|| প্রজাপতি || || Butterfly ||

Song Lyrics
Reviewed by MOHAN SADHUKHANon May 12 2019
Rating: 5



|| প্রজাপতি  || || Butterfly ||

মোরা ডানা মেলে
উড়ে যাই,
কোথা যাওয়ার
মানা নেই ।
জানা অজানা পুষ্পের
মধু আহরণে,
বেড়াই ঘুড়িয়া বিশ্বের
যত রনেবনে।
পরাগ সংযোগে মোরা
সাহায্য করি,
দেখতে লাগে বেশ যখন
একসাথে উড়ি।
নানা রঙের আমরা
যত প্রজাতি,
কারো অঙ্গে মোরা
মিলবে জীবনসাথী॥
                         
                          বিশ্বজীৎ বণিক