একটি স্টেশনের আত্মকথা
চোখের পর্দায় চিএটি হঠাৎ ভেসে ওঠে
ঘুমিয়ে থাকা স্টেশনটির আলস্যতা কাটে
লাল আলোতে আকাশ আমার সকাল হয়ে ফোঁটে
স্টেশনের বুকে দু একটি লোক হাঁটে।
ঝরে পড়া শিশির ঘাসেই থেকে যায় ।
স্টেশনে ট্রেন আসছে খবর হয়।
পাখির ঝাঁক খাবারের খোঁজে অজানা আকাশ উড়ে
দুরন্ত ট্রেনটি শান্ত হয় প্লাটফর্মের ধারে।
অন্ধ পথিক আপন মনে গান শুনিয়ে যায়
ট্রেন থেকে লোকগুলি নেমেই অদৃশ্য হয় ।
হকার গুলি ক্রেতার জন্য জোরে জোরে হাঁকে
স্টেশনটি তার নীরব সাক্ষী থাকে।
সুরজিৎ দাস
Cut the laziness of the sleeping station
In the red light the sky blossoms in my morning
Two people walk on the station chest.
The dew is falling from the grass.
The train at the station is on the news.
Flying birds fly in search of food.
The train is calm down on the platform.
The blind traveler listened to his mind
The people disappeared from the train.
Hawkers whisper to the buyers
The station has its silent witness.
Surajit Das
تعليقات
إرسال تعليق