দৃষ্টিকোণ | Drishtikon Kobita
পায়েল দাসগুপ্ত
ফুটপাথের পাশে পড়ে থাকা
অভুক্ত পেট তখন ভাবছে
পরের দিনের সূর্য দেখতে পাবে কিনা ।
হাড় ভাঙ্গা খাটুনিতে ক্লান্ত হয়ে
বাড়ি ফেরা বাবার কাছে
ভালোবাসা হল
বাড়ি ফিরে সন্তানের মুখে
আবদার ভরা ডাক শোনা
নিজের পূজো, নববর্ষ জলাঞ্জলি দিয়ে
সন্তানের প্রয়োজন পরিপূর্ণ করে
অর্জন করা হসিই তার ভালোবাসা
ভালোবাসার রূপ বিচিত্র
সেখানে তুমি আছো আমি আছি
আর আছে আমাদের দৃষ্টিকোণ ।
تعليقات
إرسال تعليق