আবছায়া বৈশাখী সন্ধ্যায় | Abchaya Baisakhi Sandhay kobita
বিশ্বজীৎ বনিকআবছায়া বৈশাখী সন্ধ্যায়
মেঘের নেশা হৃদয় নদী তটে।
কাঁটা ঝোপের প্রতিবিম্ব কেঁপে কেঁপে ওঠে ঝিলের জলে,
সময় সাপেক্ষ মৃদুমন্দ বাতাসে।
স্নিগ্ধ ঢেউ,
মাঠের মাঝে ছোট দুটি ঘরে জ্বলে ওঠে লন্ঠন,
অধুনিক পৃথিবী তবুও কোথায় যেন আধুনিকতা এখনো পৌছায়নি ।
জোনাকি বাবলা গাছের মাথার পরে,
জমাট বাঁধা অন্ধকার ঘিরে আসে,
মনে পড়ে সেদিনও বহু পথ হেটে
আমি ক্লান্ত;
নেমে এসেছিল জম কালো রাত্রি ।
হঠাৎ দেবদূতের মতো এসে;
কিছুটা শান্তি দিয়েছিল মিসেস রায়।
আবার উঠে দাড়িয়েছিল ছেলেটি
পথটুকু শেষ করতে--
আজ আর দেখিনা কয়েক বছর
সেই মিসেস রায়কে।
সময়ের অন্তরালে কোথায় যেন হারিয়ে গেল;
সবাইকেই একদিন হরিয়ে যেতে হবে পথের শেষে।
تعليقات
إرسال تعليق