Home
/
Bengali Movie Song Lyrics
/
Song Lyrics
/
বাংলা গান লিরিক্স
/
/
Chirkut ar Kanamachi Soft Song Lyrics
Chirkut ar Kanamachi Soft Song ||
সত্য_কানামাছি মিথ্যা_ শিল্পী: সুমী (চিরকুট)
সত্য কি তেতো
সেকি জীবনের মত
সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত
মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো কতটা অতল!
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...।।
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ...!
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...।।
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ
সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ
যার যার মত করে ভাল থাকা যদি
সত্যের মত করে আকি দুই নদী
আমি কেনো শাধি তাতে মিছেমিছি বাধ
যার যার মত করে ভাল থাকা যদি
সত্যের মত করে আকি দুই নদী
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...।।
সত্য কি তেতো
সেকি জীবনের মত
বেচেও মোরা নাকি বিভেদের ক্ষত
মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো কতটা অতল!
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা...কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত...।।
تعليقات
إرسال تعليق