Jani Dekha Hobe Song lyrics
Jani Dekha Hobe Song lyrics:
মেলেছ চোখ, উড়েছে ধুলো
দূরের পালক তোমাকে ছুঁলো
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোঁটে, শোনো
আমাকে রাখো চোখের কিনারে
গোপন মিনারে
हो जो वादा किया वो निभाना पड़ेगा
रोके ज़माना चाहे रोके खुदाई
तुमको आना पड़ेगा
ঘুম ভেঙে কিছু মেঘলা দিনও হোক
ওড়নার পাশে Safety Pin-ও হোক
বিকেলের নাম Al Pacino হোক
খেয়ালি ছাতে
কফিকাপে একা ঠোঁট ছোঁয়ানো দিন
চুপিচুপি কেঁদে রোদপোহানো দিন
ভালো হয় যদি সঙ্গে আনো দিন
যে কোনো রাতে
জানি দেখা হবে ঠোঁটের ভেতরে
ঘুমের আদরে
চকমকে মনে মোম জ্বালাতে চাই
দিনে balcony বৃষ্টি রাতে চাই
পিছুডাকে ঘুম সাজাতে চাই বিছানা ঘিরে
ছোট lampshade, অল্প আলো তার
চুল খুলে কে যে রূপ বাড়ালো তার
তুমি বোঝো নাকি মন্দ ভালো তার?
যেও না ফিরে
জানি দেখা হবে রাতের সোহাগে
তোমার পরাগে
हो जो वादा किया वो निभाना पड़ेगा
रोके ज़माना चाहे रोके खुदाई
तुमको आना पड़ेगा
মেলেছ চোখ, উড়েছে ধুলো
দূরের পালক তোমাকে ছুঁলো
তবু আজই আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোঁটে, শোনো
আমাকে রাখো চোখের কিনারে
গোপন মিনারে
जो वादा किया वो निभाना पड़ेगा (आना पड़ेगा)
रोके ज़माना चाहे रोके खुदाई
तुमको आना पड़ेगा
Jani Dekha Hobe Song Lyrics Credits:
Song:
Jaani Dekha Hobe Male
Artist:
Anupam Roy, Indradip Das Gupta
Album:
Jaani Dyakha Hawbey Digital Right
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন