Home
/
Mekhla Dasgupta
/
poem
/
Ranajoy Bhattacharjee
/
কবিতা (Poem)
/
/
Mon Kyamoner Jonmodin song Lyrics, Hridpindo
Mon Kyamoner Jonmodin Lyrics (মন কেমনের জন্মদিন) Hridpindo | Mekhla Dasgupta
Mon Kyamoner Jonmodin Lyrics:
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর'দোর।
মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।
পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই ...
Mon Kyamoner Jonmodin Lyrics Credits:
- Song: Mon Kyamoner Jonmodin
- Film Name: Hridpindo
- Singer: Mekhla Dasgupta
- Lyricist: Ranajoy Bhattacharjee
- Directed by: Shieladitya Moulick
- Label: SVF
تعليقات
إرسال تعليق