Home
/
Anupam Roy
/
বাংলা গান লিরিক্স
/
/
Maatir Rong Song Lyrics | মাটির রং | Anupam Roy | অনুপম রায়
Anupam Roy - Maatir Rong | মাটির রং - অনুপম রায়
Maatir Rong Song Lyrics:
মাটির রং লিরিক্স
মায়ের শাড়ি রেলিং
থেকে ঝোলে
এক দু'ফোঁটা জলের
কনা পাই ।
আমার পাড়া
রিকশাওয়ালা
গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান
কাছে যাই ।
মাটির রঙে
মাটির কাছাকাছি
কুয়োর নীচে অনেক নীচে
জল
গ্রীষ্মকালে বাছুরগুলো
দারুন রোদে কাঁদে
রাস্তা মোছে দিনের
কোলাহল ।
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আমার গাছে পায়নি
যারা ছায়া
আমার গাছে পায়নি
যারা ফল
তাদের কাছে আমায়
নিয়ে চলো
তাদের বুঝি অন্য
কোনো দল।
তাদের বুঝি জানলাগুলো
বন্ধ করে রাখা
তাদের বুঝি দু'চোখ
ভরা জল ।
বৃষ্টি এলে মাখবো
কাদা মাঠে
চুল ভেজাবো ইচ্ছে করে
রোজ
নোংরা জলে হাতডোবাবো
কব্জি থেকে কনুই
পেতেও পারি নতুন কিছু খোঁজ ।
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
কখন তুমি ডাক
পিওনে আসো
কখন ছুটি পাথর
ফেলা বাঁক
যখন কিছু কচুরি পান
ভেসে
খেজুর গুড়ে শীতের
কালে হাঁক ।
ওদের বুঝি বায়না করা
স্বভাব ধরে গেছে
আজকে তবে ওদের
কথা থাকে ।
মায়ের শাড়ি রেলিং
থেকে ঝোলে
এক দু'ফোঁটা জলের
কনা পাই ।
আমার পাড়া
রিকশাওয়ালা
গান শুনিয়ে গেলো
পাঁচিল ঘেরা বাগান
কাছে যাই ।
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
আ ...... আহা ......
Maatir Rong Song Credits:
Album : Bakyobageesh (2014)
Maatir Rong Song Full Video Song:
تعليقات
إرسال تعليق