Home
/
Pritam Das
/
Rabindra Sangeet
/
Rabindranath Tagore
/
Taalpatar Shepai
/
বাংলা গান লিরিক্স
/
/
Taalpatar Shepai - Oi Janalar kache Boshey Ache Lyrics
Taalpatar Shepai - Oi Janalar kache Boshey Ache Lyrics (ওই জানালার কাছে বসে আছে) Rabindra Sangeet
Oi Janalar kache Boshey Ache Lyrics Credits:
Song Name | Oi Janalar Kache Boshe Ache |
---|---|
Singer | Pritam Das |
Writer | Rabindranath Tagore |
Tune & Music | Sumon Ghosh & Pritam Das |
Art | Nilavo Das |
Parjaay | Natya-Geeti |
Taal | Ektaal |
Raag | Mishra Khambaj |
label | Taalpatar Shepai |
Taalpatar Shepai - Oi Janalar kache Boshey Ache Lyrics:
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা,
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।।
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,
তাই আধাে শুয়ে, আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা।
ওই জানালার কাছে বসে আছে।।
চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি,
সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি।
মধুর আলস, মধুর আবেশ
মধুর মুখের হাসিটি,
মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি।
ওই জানালার কাছে বসে আছে
করতলে রাখি মাথা,
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।।
করতলে রাখি মাথা,
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।।
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়
তার কানে কানে কী যে কহে যায়,
তাই আধাে শুয়ে, আধাে বসিয়ে
ভাবিতেছে কত কথা।
ওই জানালার কাছে বসে আছে।।
চোখের ওপরে মেঘ ভেসে যায়
উড়ে উড়ে যায় পাখি,
সারা দিন ধরে বকুলের ফুল
ঝরে পড়ে থাকি থাকি।
মধুর আলস, মধুর আবেশ
মধুর মুখের হাসিটি,
মধুর স্বপনে প্রাণের মাঝারে
বাজিছে মধুর বাঁশিটি।
করতলে রাখি মাথা,
তার কোলে ফুল পড়ে রয়েছে
সে যে ভুলে গেছে মালা গাঁথা।
ওই জানালার কাছে বসে আছে।।
تعليقات
إرسال تعليق