Baba Cheler Taan Song is Sung by Asif Akbar And Syed Abdul Hadi Bengali Song. Baba Keu Nei Tomari Moto Lyrics Father's Day Special Bengali Song Is Written by Suhrid Sufian. Music Arrangement by Suman Kalyan And Kishore Das.
Singer: Syed Abdul Hadi & Asif Akbar
Lyrics: Suhrid Sufian
Tune: Kishore Das
Backing Vocal: Kishore Das
Mix & Master: Kishore Das
Sketch Design: Saurav Das
Video Making By: Tarikul Islam Yasin
Label: Dhruba Music Station
হয়নি জানা তোমার বুকে কী ক্ষত।
জ্বালাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি,
দুঃখরা ঝরে যায় তখনই।
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই।
ঘুম থেকে উঠে তুমি চলে যাও কাজে
কপালের ঘাম পড়ে দু’পায়ের মাঝে।
এতো কিছু ভাবতে কে তোকে বলেছে
চেয়ে দেখ স্বপ্নের নৌকো চলেছে।
ছড়াতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
নিজেকে নিয়ে তুমি ভাবোনি কোনদিন
তোমার কাছে তাই সূর্য সমান ঋণ।
মানুষের চেয়েও ভালো মানুষ হবি তুই
এর চেয়ে বেশি আমি চাইনা কিছুই।
ফোটাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি,
দুঃখরা ঝরে যায় তখনই।
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই,
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
Baba Cheler Taan Song Credits:
Song: Baba Cheler TaanSinger: Syed Abdul Hadi & Asif Akbar
Lyrics: Suhrid Sufian
Tune: Kishore Das
Backing Vocal: Kishore Das
Mix & Master: Kishore Das
Sketch Design: Saurav Das
Video Making By: Tarikul Islam Yasin
Label: Dhruba Music Station
Baba Cheler Taan Song Lyrics In Bengali:
হয়নি বলা ভালোবাসি কতহয়নি জানা তোমার বুকে কী ক্ষত।
জ্বালাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি,
দুঃখরা ঝরে যায় তখনই।
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই।
ঘুম থেকে উঠে তুমি চলে যাও কাজে
কপালের ঘাম পড়ে দু’পায়ের মাঝে।
এতো কিছু ভাবতে কে তোকে বলেছে
চেয়ে দেখ স্বপ্নের নৌকো চলেছে।
ছড়াতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
তোমার কাছে তাই সূর্য সমান ঋণ।
মানুষের চেয়েও ভালো মানুষ হবি তুই
এর চেয়ে বেশি আমি চাইনা কিছুই।
ফোটাতে সুখের আলো
রাখতে আমাদের ভালো,
ছুটে চলেছো অবিরত।
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
ওরে খোকা তুই আমার দু’চোখের মণি
কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।
দেখে তোর হাসি
আমি সুখে ভাসি,
দুঃখরা ঝরে যায় তখনই।
খোকা, আয় তুই বুকে এখনই
খোকা, আয় তুই বুকে এখনই,
বাবা, কেউ নেই তোমারই মতো
বাবা, কেউ নেই তোমারই মতো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন