Avraal Sahir & Prity Sheikh and GOLLACHUT present "Harate Debona". This new song features and is sung by Avraal Sahir & Prity Sheikh. The music is composed of Avraal Sahir and lyrics are penned by Avraal Sahir.
আমি চেয়েছি কাছে পেয়েছি
ভালবেসেছি জীবনে।
না নানা ছেড়ে যাবোনা
কথা তোমায় দিলাম,
দু পা বাড়িয়ে এলাম
সঙ্গী হবো বলে পথচলা।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
তুমি এলে তো পেয়ে গেলাম
জীবনের মানে,
ঘিরে আছো চারিপাশ আমার সবখানে।
চোখেরি আলোতে এলে তুমি
আঁধার সরিয়ে,
ভালোবাসার এই কোন চাদরে
নিলে জড়িয়ে।
হারাতে চাই তোমায় নিয়ে
স্বপ্নেরও হেলায়,
দু চোখ বুজে খুঁজে নেবো
ঠিকই তোমায়।
সবখানে, হৃদয়ের সবখানে
তোমারি আনাগোনা,
তুমি কি জানোনা
ভালবাসা আমার শুধু তোমায়।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
Harate Debo Na Song Credit:
- Song : Harate Debona
- Singer : Avraal Sahir & Prity Sheikh
- Lyric : Avraal Sahir
- Composer : Avraal Sahir
- Label : GOLLACHUT
Harate Debo Na Song Lyrics:
তোমাকে শুধু তোমাকেআমি চেয়েছি কাছে পেয়েছি
ভালবেসেছি জীবনে।
না নানা ছেড়ে যাবোনা
কথা তোমায় দিলাম,
দু পা বাড়িয়ে এলাম
সঙ্গী হবো বলে পথচলা।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
জীবনের মানে,
ঘিরে আছো চারিপাশ আমার সবখানে।
চোখেরি আলোতে এলে তুমি
আঁধার সরিয়ে,
ভালোবাসার এই কোন চাদরে
নিলে জড়িয়ে।
হারাতে চাই তোমায় নিয়ে
স্বপ্নেরও হেলায়,
দু চোখ বুজে খুঁজে নেবো
ঠিকই তোমায়।
তোমারি আনাগোনা,
তুমি কি জানোনা
ভালবাসা আমার শুধু তোমায়।
হারাতে দেবো না তোমায় কখনো
আমার এই জীবন থেকে,
ভালোবেসে রবো
পাশে তোমার সুখে দুঃখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন