সাদা গোলাপ লিরিক্স - হাইওয়ে ব্যান্ড:
সাদা গোলাপ একটি মুগ্ধকর গান, যা জনপ্রিয় হাইওয়ে ব্যান্ড পরিবেশন করে এবং অ্যাথারের আত্মনিবেদিত গলায় গাওয়া। এটি মৃত দেহের গান বাংলা অ্যালবামের একটি অংশ, লিরিক্সটি হাইওয়ে ব্যান্ডের দ্বারা রচিত। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত এই গানটি বাংলা সঙ্গীত প্রেমীদের মনে জয় লাভ করেছে। ইউটিউবে দেখুন।
সাদা গোলাপ গানের তথ্য
ব্যান্ড নাম: হাইওয়ে
অ্যালবাম নাম: মৃত দেহের গান
গায়ক: অ্যাথার
প্রকাশের তারিখ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২
সময়কাল: প্রায় ৪ মিনিট
সাদা গোলাপ গানের লিরিক্স বাংলায়:
না হয় একটা মিথ্যে বলেছি
তাতে এমন কি হয়েছে,
নিস্পাপ কিছু স্বপ্ন ভেঙ্গেছে
যেটা সত্যি বললেও ভেঙ্গে যেত।
না হয় একটা গোলাপ এনেছি
তাতে এমন কি হয়েছে,
ছয়টি ঋতুর আকাশ
আর চেনা আছে যত পথ,
সবকিছু তুমিময় হয়েছে।
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই,
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই।
না হয় একটু মুচকি হেসেছো
তাতে এমন কি হয়েছে,
শরীরের যত কোষ
আর রক্তের যত কণা,
সবকিছুতেই মিশে গিয়েছে।
না হয় তুমি চলেই গিয়েছো
তাতে এমন কি হয়েছে,
সময় যা পরাধীন ছিলো
তোমার দেয়ালে বন্দী,
সময়টা আজ থেমেই গিয়েছে।
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই,
আজ কোথায় তুমি নেই
আজ কোথায় তুমি নেই।
تعليقات
إرسال تعليق