সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ICCHE A DANA লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Roser Gaan Lyrics | ICCHE A DANA

SEE THE IMAGE Roser Gaan Lyrics  রসের গান খেপারে .... রে ...... খেপারে ....... খেপারে ...... চাঁদ উঠেছে গগনে আগুন লাগে ফাগুনে চাঁদ উঠেছে গগনে তাই   আগুন লাগে ফাগুনে আমার মন খোঁজে ফেরে মনের খেপার ঠিকানা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা খেপারে........রেখেপারে ......... খেপারে ...... ও রসের কারিগর ....... বাইনাইছো রসের ঘর ...... ও রসের কারিগর বাইনাইছো রসের ঘর ও রসের কারিগর বাইনাইছো রসের ঘর সে অতল রোষে আছে আজব দুনিয়া ও তুই যা যা যা সেথা উড়ে উড়ে যা ও তুই যা যা যা সেথা উড়ে উড়ে যা ও তুই যা যা যা সেথা উড়ে উড়ে যা ও তুই যা যা যা সেথা উড়ে উড়ে যা সেথা পিরিতি ফুল ফুটে কালো ভোমরা এসে জোটে সেথা পিরিতি ফুল ফুটে কালো ভোমরা এসে জোটে সেথা পিরিতি ফুল ফুটে কালো ভোমরা এসে জোটে ভ্রমর খোঁজে ফেরে অতল রেসের ঠিকানা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা ও তুই যা যা যা পাখি উড়ে উড়ে যা উড়ে উড়ে যা ..........