Aagun Song Lyrics:
একমুঠো ছাই উড়লো কোথায়?পুড়ছে কে আজ বলে দে আমায়।
আগুন মেখে দেখ কে চলে যায় -
ঝড়ের পাখিটার ঠিকানা হারায় -
কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়?
তুফান আসে দেখ কোন দরিয়ায়-
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায় -
পোড়া এ-মন সে আজ চেনা দায়,
কোন খেলায় হেরে কখন?
স্বপ্ন আমার ভেসে ফিরে যায় -
কে ডাকে আমায়? সে আসে কি যায়?
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।
হাজার মনের হাজার কথায় -
আজকে আমার কি আসে যায় -
যত রাগ ফেলে যাই পথের ধারে -
আলোতে সাজানো আমার কবরে।
ফিরবো না আরে এ কথায়,
আগুনে যাই এ চিতায়।
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।
ভাঙছে আকাশ সব ভেসে যায়-
দুহাত আমার আগুন জ্বালায় -
হিসেব যত থাকপড়ে দুনিয়ার -
মিশে যাই মাটিতে,
মাটির মতোই হয়ে।
রইল যে স্বপ্ন আমার।
ফিরবো না আরে এ কথায় -
আগুনে যাই এ চিতায় -
আগুন মেখে দেখ কে চলে যায়,
ঝড়ের পাখিটার ঠিকানা হারায়।
কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়?
তুফান আসে দেখ কোন দরিয়ায়?
জ্বলছে পৃথিবী আমার ঠিকানায় -
পোড়া এ-মন সে আজ চেনা দায় -
কোন খেলায় হেরে কখন?
স্বপ্ন আমার ভেসে ফিরে যায় -
কে ডাকে আমায়? সে আসে কি যায়?
একমুঠো ছাই উড়লো কোথায়?
পুড়ছে কে আজ বলে দে আমায়।
Aagun Song Lyrics Credits:
Song: Aagun
Music Direction: Bickram Ghosh
Lyrics: Sugato Guho
Singer: Timir Biswas
Programming Arrangements: Sayan Ganguly
Recording: Suman Dey
Mix & Mastering: Shamik Guha Roy
Studio: Bickram Ghosh Studio (Kolkata)