সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ASUR Movie Song লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Aagun Song Lyrics, ASUR, Timir Biswas

 Aagun | ASUR | Jeet | Abir | Nusrat | Pavel | Bickram Ghosh | Timir Biswas   Aagun Song Lyrics: একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। আগুন মেখে দেখ কে চলে যায় - ঝড়ের পাখিটার ঠিকানা হারায় - কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়? তুফান আসে দেখ কোন দরিয়ায়- জ্বলছে পৃথিবী আমার ঠিকানায় - পোড়া এ-মন সে আজ চেনা দায়, কোন খেলায় হেরে কখন? স্বপ্ন আমার ভেসে ফিরে যায় - কে ডাকে আমায়? সে আসে কি  যায়? একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। হাজার মনের হাজার কথায় - আজকে আমার কি আসে যায় - যত রাগ ফেলে যাই পথের ধারে - আলোতে সাজানো আমার কবরে। ফিরবো না আরে এ কথায়, আগুনে যাই  এ চিতায়। কে ডাকে আমায়? সে আসে কি  যায়? একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। ভাঙছে আকাশ সব ভেসে যায়- দুহাত আমার আগুন জ্বালায় - হিসেব যত থাকপড়ে দুনিয়ার - মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে। রইল যে স্বপ্ন আমার। ফিরবো না আরে এ কথায় - আগুনে যাই  এ চিতায় - আগুন মেখে দেখ কে চলে যায়, ঝড়ের পাখিটার ঠিকানা হ...

Radha Song Lyrics | ASUR | Iman & Shovan

Radha Song Lyrics | ASUR | Jeet | Abir Chatterjee  | Nusrat Jahan  | Pavel | Bickram Ghosh | Iman Chakraborty | Shovan Ganguly | Radha Song Lyrics: আ মি রাধার মত কলঙ্ক যে চাই, আমি রাধার মত কলঙ্ক যে চাই, রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। দাফন হবো তোর সাথে তাই কাফন খুঁজে যাই, আমি রাধার মত কলঙ্ক যে চাই। আমি রাধার মত কলঙ্ক যে চাই। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, হয়রান সে আর পায়না যে তীর। হয়রান সে আর পায়না যে তীর। তোকে পাবোকি পাবনা আর মন জ্বলেপুড়ে একাকার। তোকে পাবোকি পাবনা আর মন জ্বলেপুড়ে একাকার। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রাধার মত কলঙ্ক যে চাই। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। SONG CREDITS: Song: Radha Music Direction: Bickram Ghosh Lyrics: Sugato ...