সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Sania Sultana Liza লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Jao Pakhi Lyrics, Liza | Tausif

Liza and Agniveena  present " Jao Pakhi ". This new song features and is sung by Liza. The music is composed of Tausif and lyrics are penned by Tausif. Jao Pakhi Song Credit: Song : Jao Pakhi Singer : Liza Lyric & Tune : Tausif Music : Tausif Label : Agniveena Jao Pakhi Song Lyrics: হারিয়ে ফেলেছি নাকফুল হারালো মন উদাস দুপুর, যাও পাখি বলো তারে গিয়ে বলো ভালো যে লাগে না, ভালোবাসা পিছু ডাকছে তবু সে কেনো আসে না বলনা, তারে গিয়ে বলনা, তারে গিয়ে বলনা। ছুঁইনা যাকে, দেখিনা তাকে সে থাকে সারাক্ষণ, রুপকথা জোনাকিরা জ্বলে মাঝরাতে অনুক্ষণ। অকারণ বুকে মেঘ জমে জলকণাদের বিচরণ, যাও পাখি বলো তারে গিয়ে বলো ভালো যে লাগে না, ভালোবাসা পিছু ডাকছে তবু সে কেনো আসে না বলনা, তারে গিয়ে বলনা, তারে গিয়ে বলনা। ডুবে থাকা পদ্ম পাতায় জোছনাটা ছলছল, যাবে যদি আসতে পারো আঁখিজোড়া আবিচল। অকারণ বুকে বাঁধ ভেঙ্গে শুধু তোমারই বিচরণ, হারিয়ে ফেলেছি নাকফুল হারালো মন উদাস দুপুর, যাও পাখি বলো তারে গিয়ে বলো ভালো যে লাগে না, ভালোবাসা পিছু ডাকছে তবু সে কেনো আসে না বলনা...

Bhalobasha Lyrics | Imran | Liza

Bhalobasha Lyrics | Imran | Liza | Afran Nisho, Tanjin Tisha | Bangla New Song 2020 | Ekbar Bolo Bhalobashi ভালোবাসা কি ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাঁটা, ভালোবাসা কি তার গোলাপে আমার জন্য কাঁটা। ভালোবাসা কি শত অভিযোগ তোমার নামে যা ঢালি, ভালোবাসা কি জেগে থাকা রাত চোখের নীচেতে কালি। ভালোবাসা কি নদীর মতো ভেসে যাই সেই জলে, আজও বুঝিনি ভালোবাসা কী ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কি বুঝতে শেখায় অবুঝ থাকার দিনে, ভালোবাসা কি যৌথ খামার তোমার আমার ঋণে। ভালোবাসা কি অভিমানী মেঘ তোমার আমার অঞ্চলে, আজও বুঝিনি ভালোবাসা কি ভালোবাসা কাকেই বলে। ভালোবাসা কী পাহাড়ের বুকে নাম না জানা ফুল কোনো, ভালোবাসা কি আমার চেয়েও অন্য কাউকে শোনো। ভালোবাসা কি সন্ধ্যা তারা নিভে গেলো কৌশলে, আজও বুঝিনি ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাঁটা, ভালোবাসা কী তার গোলাপে আমার জন্য কাঁটা। ভালোবাসা কী শত অভিযোগ তোমার নামে যা ঢালি, ভালোবাসা কী জেগে থাকা রাত চোখের নিচেতে কালি। ভালোবাসা কী নদীর মতো ভেসে যাই সেই জলে, আজও বুঝিনি ভালোবাসা কী ভালোব...