O Mon Majhi Lyrics by Abir Biswas: O Mon Majhi Song Is Sung by Abir Biswas . Starring: Shibanty Ghosh, Manasij Das, And Abir. Song Lyrics In Bengali Written by Abir Biswas And Subir Biswas. O Mon Majhi Credits: Song: O Mon Majhi Singer & Composer: Abir Biswas Lyrics: Abir Biswas & Subir Biswas Story, ScreenPlay & Direction: Abhradipta Banerjee D.O.P: Diljit Arghya Label: AB Studios O Mon Majhi Song Lyrics: নদীর বুকে উথাল পাথাল জোয়ার ভাটা বয়, আমার মনের পিঞ্জিরা-খান শূন্য পড়ে রয়। হো.. নদীর বুকে উথাল পাথাল জোয়ার ভাটা বয়, আমার মনের পিঞ্জিরা-খান শূন্য পড়ে রয়। আসবো আসবো বইলা সে আজও আইলো না, ও মন মাঝি তুই নাও বাইয়া চইলা যাসনা রে, আমার মন খানা যে পইড়া রইলো ওপারে। এই মনের ব্যেথা তুই ছাড়া কে বা বোঝে রে ও মন নাও খানা তুই ফিরাইয়া না ওপারে।। গাঁয়েরই ওই মেঠো পথে তোরে দেখেছি ছেলেবেলার পুতুল খেলায় আবার মেতেছি, ও.. গাঁয়েরই ওই মেঠো পথে তোরে দেখেছি ছেলেবেলার পুতুল খেলায় আবার মেতেছি, যেমন ঘাসের উপর শ...