সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Dilsad Nahar Kona লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Mohua Lyrics (মহুয়া) Kona | Mahuya Song Lyrics

Mohua Lyrics (মহুয়া) Kona | Shohag Waziulla || Zahid Bashar Pankaj || Bangla New Song 2020 || G Series Mohuya Song Lyrics in Bengali: আমি মহুয়া আমি মহুয়া আমি মহুয়া হবো যাত্রাপালার চাই একজন নদের চাঁদ।  মহুয়া আমি মহুয়া হবো যাত্রাপালার চাই একজন নদের চাঁদ। নিশীতে গান শোনাবো রঙ্গিলা নাচ দেখাবো রাখিব প্রেম আদরে হৃদয়ে নোলক করে। ভালোবাসি দেবো বোলে মোনের মতো মানুষ পেলে মহুয়া আমি মহুয়া ষোড়শী মন সেতো বেঁধে রাখা যায় না ধরে আমার কাছে বন্ধু পাবার বায়না ষোড়শী মন সেতো বেঁধে রাখা যায় না ধরে আমার কাছে বন্ধু পাবার বায়না নিশীতে গান শোনাবো রঙ্গিলা নাচ দেখাবো রাখিব প্রেম আদরে হৃদয়ে নোলক করে। প্রেমের সুধা দেবো ঢেলে মোনের মতো মানুষ পেলে মহুয়া আমি মহুয়া উদাসী চোখ আমার বন্ধু খুঁজে মরে রে বসন্ত যায় চলে একলা একা ঘরে রে উদাসী চোখ আমার বন্ধু খুঁজে মরে রে বসন্ত যায় চলে একলা একা ঘরে রে নিশীতে গান শোনাবো রঙ্গিলা নাচ দেখাবো রাখিব প্রেম আদরে হৃদয়ে নোলক করে। স্বপ্নের কথা বলবো খুলে মোনের মতো মানুষ পেলে মহুয়া আমি মহুয়া আমি মহুয়া আমি মহুয়া আমি মহুয়া হবো যাত্রাপালার...

Poti Lyrics | KATHBIRALI | Emon | Kona

POTI | KATHBIRALI | Emon Chowdhury | Kona | Orchita Sporshia | Asaduzzaman Abir | Niamul Mukta Poti Song Lyrics: পতি লিরিক্স বা ড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। আঁখিতে পালক নাহি  মুখে নাইসে  বাণী পারেতে খাড়াইয়া কাঁন্দে উমেদা কামিনী  [?] আঁখিতে পালক নাহি  মুখে নাইসে  বাণী পারেতে খাড়াইয়া কাঁন্দে উমেদা কামিনী  [?] স্বপ্নের হাসি স্বপ্নের কান্দন নায়ান চান্দে গায় নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়। নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়। নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়। বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন আমার মতো পতি। বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া ...