Kajol Chatterjee & Rupak Tiary and Rupak Tiary present " Mone Mone Anki ". This new song features and is sung by Kajol Chatterjee & Rupak Tiary. The music is composed of Rupak Tiary and lyrics are penned by Subho Chakraborty. Mone Mone Anki Song Credit: Song : Mone Mone Anki Singer : Kajol Chatterjee & Rupak Tiary Composer : Rupak Tiary Lyrics : Subho Chakraborty Music Label : Rupak Tiary Mone Mone Anki Song Lyrics: আজ কেন মেঘ ডাকে তোর আদরের নামে, চিঠি লিখে পাঠায় বৃষ্টির ডাকনামে। ভেজা মন কাঁদে আজও তোর নামে, কে যেন গল্প বলে যায়। তার পিছু পিছু মন চলে যায় কোন বাহানায়, তার পিছু পিছু মন চলে যায় কোন ইশারায়। মনে মনে আঁকি, আবেগী আকাশে কিছু কথা বাকি, বেবাগী পলাশে। ছিল কিছু রোদ লেখা স্মৃতি এসে ভালোবেসে, জোনাকি খুঁজে বেড়ায় কুয়াশা ভোরে। হাতে আজ হাত রাখা জল কাঁচে মন ভাসে, খুব কাছে কল্পনায় ক্ষণে ক্ষণে ফিরে আসে। তার পিছু পিছু মন চলে যায় কোন বাহানায়, তার পিছু পিছু মন চলে যায় কোন ইশারায়। মনে মনে আঁকি, আবেগী আ...