Ekdin Matir Bhitore Hobe Ghor Lyrics Folk Song : Ekdin Matir Bhitore Hobe Ghor Bengali Baul Folk Song Cover by Abir Biswas. Song : Ekdin Matir Vitore Hobe Ghor Singer : Abir Biswas Programming, Mix and Master : Abir Biswas DOP : Akash Bagchi Edit & Color : Abir Biswas Produced By : Prabir Jana Production : KMJ Music Series Ekdin Matir Bhitore Hobe Ghor Song Lyrics In Bengali : একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার কেন বাঁধো দালান ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর? প্রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবি রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, হায় বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতোরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর? দেহ তোমর চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলি ছিন্ন-ভিন্ন হবে। মন্ডু মেরুদন্ড সবি হবে খন্ড খন্ড, মন্ডু মেরুদন্ড সবি হবে খন্ড...