Ami Tomari Naam Gai | Parambrata | Aparna Ghosh | Bhuban Majhi | Kalikaprasad | Fakhrul Arefeen Ami Tomari Naam Gaii |আমি তোমারই নাম গাই Lyrics: আ মি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি, আমি আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই মেঘের পাহাড়ে চড় তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি। ভালবাসা করে আশা তোমার অতল জল শীতল করবে মরুভূমি, জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি, জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি আছি যদি ভাসিয়ে তোল তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি। তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাঁকে আর এসো স্বপ্ন ঘুমে, এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়, এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায় যদি নয়ন তারায় বসো তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি। কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে অসহায় জন্মভূমি, আজ এক তারার চিলা তোমার স্পর্শ চায়, এক তারার চিলা তোমার স্পর্শ চায় যদি টংকার দেও তুমি, আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই আমার নাম গাও তুমি। [ENGLISH] Ami tomari tomari tomari naam gai Amar naam gao t...