Borno Chakroborty and HUEZ STUDIO present " Kache Ashar Golpo ". This new song features and is sung by Borno Chakroborty. The music is composed of Borno Chakroborty and lyrics are penned by Borno Chakroborty. Kache Ashar Golpo Song Credit: Song : Kache Ashar Golpo Singer : Borno Chakroborty Music : Borno Chakroborty Lyrics : Borno Chakroborty Label : HUEZ STUDIO Kache Ashar Golpo Song Lyrics: ঝুম বৃষ্টি শহর জুড়ে কাকভেজা গাছের আড়ালে, তুই আর আমি, ধোঁয়াশা হৃদয় জুড়ে মনটা চায় তোকে ছুঁই, একটু, একটুখানি। হুঁ.. লাজুক ওই চোখে খুন হয়ে যাই আমি হেরে যাই বারেবারে, চল ভিজে যাই দু'জনে, লাল-নীল এই শহরে কাছে আসার গল্প হবে আদরে .. চল ভিজে যাই দু'জনে, লাল-নীল এই শহরে কাছে আসার গল্প হবে আদরে, আদরে। মেঘ বলেছে, সারাবেলা হবে লুকোচুরি পাখিরা ভিজে ভিজে গান গেয়ে যায়, করে মনচুরি। ভেজা চুলের অভিমানে একটু তোকেই কাছে পাওয়া.. চল ভিজে যাই দু'জনে, লাল-নীল এই শহরে কাছে আসার গল্প হবে আদরে .. চল ভিজে যাই দু'জনে, লাল-নীল এই শহরে কাছে আসার গল্প হবে ...