সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

remove any spots on the skin লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আয়ুর্বেদিক পদ্ধতিতে ত্বকের যেকোনো দাগ মুছে ফেলার উপায় | Ayurvedic method to remove any spots on the skin

|| আয়ুর্বেদিক পদ্ধতিতে ত্বকের যেকোনো দাগ মুছে ফেলার উপায় ||              আপনার ত্বকে যে কোনো রকমের চোট খাওয়া বা অন্য কোন ধরনের দাগ আছে, যা সব সময় থেকে যায় এবং কোনোদিন কমেনি। দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ক্রিম বা লোশন মাখা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু কোনো প্রচার এর পিছনে দৌড়ানো বা অন্য কোন জিনিস ব্যবহার করার আগে আপনাকে ত্বকের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি কিছু আয়ুর্বেদিক উপায় প্রয়োগ করে আপনার ত্বকের দাগ মুছে ফেলতে পারেন। কিন্তু আপনাকে এর জন্য একটু ধৈর্য রাখতে হবে, যাতে দাগকে মুছতে কার্যকর হয়। আপনি যদি নিয়মিত এই উপায়গুলি প্রয়োগ করেন তাহলে আপনার ত্বকে দাগ মুছে যেতে পারে। ত্বকের যেকোনো দাগ সম্পূর্ণভাবে মুছে ফেলার উপায় :- বেকিং সোডা :- যদি আপনি আপনার ত্বকের দাগ এক সপ্তাহের মধ্যে মুছে ফেলতে চান, তাহলে বেকিং সোডা আপনাকে উপকার করতে পারে। এক চামচ বেকিং সোডার মধ্যে তিন চামচ জল মিশিয়ে এটাকে দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ মালিশ করতে হবে। এরকম করার সময় দাগের উপরে বেশি ঘোষবেন না এবং কিছুক্ষণ বাদে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এরকম করলে ৭-৮...