|| চোখের দৃষ্টিশক্তি ও সৌন্দর্য বাড়ানোর উপায় || যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কী? তাহলে আপনি কি বলবেন? আপনি যেটাই বলবেন সেটাকে দেখানোর কাজ করে আপনার খুব সুন্দর চোখ। আর এমনিতেও চোখের থেকে দামি এবং খুব সুন্দর জিনিস আর কিছুই নেই। কারন আমরা চোখ দিয়ে কোন জিনিস দেখার পরই সেটা চিনতে পারি। তাহলে এখন জানাবো কিভাবে আয়ুর্বেদ উপাযয়ে চোখের দৃষ্টি বাড়াবেন এবং চোখ আরো সুন্দর করবেন- আমলকির জল দিয়ে চোখ ধুলে বা গোলাপ জল চোখে দিলে চোখের দৃষ্টি বাড়ে এবং চোখের নিচে কালো ছাপ আস্তে আস্তে মুছতে থাকে। এটা মনে রাখবেন গোলাপজল কোন বিশেষ কোম্পানির হতে হবে। আপনার চোখ দুটি খুব সুন্দর করতে চান দেখতে চান তাহলে বাদাম, বড় মৌরি এবং মিস্ত্রি এই তিনটি জিনিসকে একসাথে গুঁড়ো করতে হবে। এরপর নিয়মিত এক চামচ করে দুধের সাথে খেলে আপনার চোখের দৃষ্টি বাড়বে এবং এমনকি চোখের চশমার ব্যবহার আস্তে আস্তে কমে যাবে। শতাবরী যেটা যেকোন আয়ুর্বেদিক দোকানে গেলেই পাওয়া যাবে। এবার এটাকে গুঁড়ো করে একটা কাপড়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর প্রায় ৩গ্রাম গুঁড়ো প্রত্যেকদিন দুধের সাথে রাতে ...