Monta Katha Sonena Song Lyrics (মনটা কথা শোনেনা) Kidnap | Dev | Rukmini Maitra | Goldie Sohel | Palak Muchhal | Jeet Gannguli Monta Katha Sonena Song Lyrics: মনটা কথা শোনেনা তোর কাছে ছুটে আসে, তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না তোর খোঁজে রাত জাগে, তাইতো ঘুম আসেনা বড্ডো একা লাগে। অগোছালো মন, শুনেনা বারণ তোকে ছাড়া ভাললাগেনা। অগোছালো মন, শুনেনা বারণ তোকে ছাড়া ভাললাগেনা। মনটা কথা শোনেনা তোর কাছে ছুটে আসে, তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। আশা যাওয়া খুঁজে পাওয়া মন গোপনে, দুরুদুরু বুকে শুরু তোর কারণে। আশা যাওয়া খুঁজে পাওয়া মন গোপনে, দুরুদুরু বুকে শুরু তোর কারণে। তোর নাম এই বুকে রাখবো লিখে তুই ছাড়া ভাললাগেনা। মনটা কথা শোনেনা তোর কাছে ছুটে আসে, তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। এলোমেলো কথা গুলো রাখ গুছিয়ে, আমি আছি কাছাকাছি স্বপ্ন ছুঁয়ে। এলোমেলো কথা গুলো রাখ গুছিয়ে, আমি আছি কাছাকাছি স্বপ্ন ছুঁয়ে। তোর নাম এই বুকে রাখবো লিখে তুই ছাড়া ভাললাগেনা। মনটা কথা শোনেনা তোর কাছে ছুটে আসে, তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। মনটা কিছু বোঝে না...