সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Swadesh Misra লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Sahana Bajpaie- Keyaphuler Alo Lyrics কেয়াফুলের আলো (Original Song)

Sahana Bajpai- Keyaphuler Alo Lyrics কেয়াফুলের আলো (Original Song) Keyaphuler Alo Lyrics: কার ছায়াঘুমের সমস্ত পালক কার হাতে একা নিথর টেলিফোন কারো অনেক দূরে দূরে যাওয়ার নেশা কেউ হঠাৎ বেবাক দিশেহারা মন কার ছায়াঘুমের সমস্ত পালক কেউ কেঁদে ফেলে হঠাৎ শান্তি পেলে আর ভুলে যায় আজন্ম দহন কেউ হঠাৎ এসে ছায়ায় রাখলে ছায়া সব কথা ফুরোয় দিশেহারা মন ওরা মায়া জানে কেয়াফুলের আলো কেবল গন্ধ জমায় শান্ত ঘরের কোণে আমি অনেক ঝড় পেরিয়ে এসে শিখি আমার হৃদয় হারায় তোমার ব্যাকুল মনে কার ছায়াঘুমের সমস্ত পালক তোমার ছায়াঘুমের কাছে ফিরে আসি তোমার দু'চোখ জুড়ে মায়ার পলক আঁকা তোমার জন্য সারা দুপুর ঘরের মেঝে আঁকছিলো নীল শিকড় আঁকাবাঁকা ওরা মায়া জানে কেয়াফুলের আলো কেবল গন্ধ জমায় শান্ত ঘরের কোণে আমি অনেক ঝড় পেরিয়ে এসে শিখি আমার হৃদয় হারায় তোমার ব্যাকুল মনে কার ছায়াঘুমের সমস্ত পালক কার হাতে একা নিথর টেলিফোন কারো অনেক দূরে দূরে যাওয়ার নেশা কেউ হঠাৎ বেবাক দিশেহারা মন কার ছায়াঘুমের সমস্ত পালক Keyaphuler Alo Lyrics Credits: Words- Swadesh Misra Compositi...