Ki Jani Ki Kotha Song Lyrics | কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে সং লিরিক্স | Taishi Nandi | Koustav Chatterjee | Manidipa Singha | Ritam Sen কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে ঝিনুকে ছায়া ঝরে মায়াবী বালি সরে স্রোতের পায়ে পড়ে চুপিসাড়ে মধু রাতে কি কথা লুকোলে ওই আঁখিপাতে কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে এ রাত ঘোর অচেনা কোনো জাহাজ চির চেনা এ রাত ঘোর অচেনা কোনো জাহাজ চির চেনা হতাশ অন্তরীপে তলিয়ে যাওয়া দ্বীপে কে এল জেলে রাখে পিছু ডাকে তোমাকে প্রায় কি কথা লুকোলে ওই আঁখিপাতে কি জানি কি কথা লুকোলে ওই আঁখিপাতে ঝিনুকে ছায়া ঝরে মায়াবী বালি সরে স্রোতেরা পায়ে পড়ে চুপিসাড়ে মধু রাতে এখানে থামে নোনা হাওয়া তেপান্তরে বালির পাসনে উড়ন্ত শঙ্খচিল অস্থির নীলে নীল তোমাতে খুঁজে মনে মনে এখানে থামে নোনা হাওয়া তেপান্তরে বালির পাসনে উড়ন্ত শঙ্খচিল অস্থির নীলে নীল তোমাতে খুঁজে মনে মনে অলস আলোর আকাশ নীলা এবার ফের হৃদয় হীনা অলস আলোর আকাশ নীলা এবার ফের হৃদয় হীনা তোমাকে ডেকে ডেকে হৃদয়ে রেখে রেখে চোর...