Neel Golap Song Lyrics | নীল গোলাপ | Official Song Neel Golap Lyrics: য দি বলি তুমি আমার সরিয়ে দিয়ে আঁধার, ভেঁজা ঠোঁটে ললাটজুড়ে স্বপ্ন ছুঁয়ে দাও, হাতে নিয়ে নীল গোলাপ একটি কথার হাজার আলাপ, আলিঙ্গনে সুখের নিদ্রা কেড়ে নাও। দাঁড়িয়ে দু'জন ঐ জানালার ধারে স্বপ্ন নামাই চলো দু'হাত ভরে, তোমার দু'চোখে পৃথিবী দেখি তোমার ছায়াতে ছবি আঁকি.. তোমার আঙিনা জুড়ে শত ক্রোশ পথ ঘুরে নিয়ে এসেছি আমি প্রাণ ভোমরা, সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়ায় ভেঙ্গেছে হাজার বছরের ঘুমেরা, ভেঙেছে হাজার বছরের ঘুমেরা। তোমার আঙুলটা পথের দিশারি তোমার কথা মালা গল্প আমারই, তোমার সীমানা জুড়ে প্রতিটি রাত প্রহরে খুঁজে ফিরি আমার আমিকে, হাজার মানুষের ভীড়ে। দাঁড়িয়ে দুজন ঐ জানালার ধারে স্বপ্ন নামাই চলো দু'হাত ভরে, তোমার দু'চোখে পৃথিবী দেখি তোমার ছায়াতে ছবি আঁকি .. তোমার আঙ্গিনা জুড়ে শত ক্রোশ পথ ঘুরে নিয়ে এসেছি আমি প্রাণ ভোমরা, সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়ায় ভেঙ্গেছে হাজার বছরের ঘুমেরা, ভেঙেছে হাজার বছরের ঘুমেরা। Neel Golap Song Credits: Song : Neel Golap ...