সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Arunendu Das লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Moheener Ghoraguli - O Ganga Song Lyrics

Moheener Ghoraguli - O Ganga Song Lyrics O Ganga Song Lyrics: ভেবে ছিলেম এগিয়েছি যে অনেক বয়ে বাসনা মোর একের পরে এক মনে হঠাৎ যেন আজ হলো খেয়াল কেটেছে কাল ভেসে শুধুই আমার স্রোতেরই দোলায়। ও....... গঙ্গা।....... তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কোখোনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছ দুতীরে বাধা হায়। ভাবি এখন ছিল কোথায় যে যাওয়ার বুনে আসার তরী শুধুই কি বাওয়ার বুঝি নিশানা তার সুদূর দিগন্তের আছে কি নেই কোনো সুখের হদিস কিজানি কোথায়। ও....... গঙ্গা।....... তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কোখোনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছ দুতীরে বাধা হায়। মন গিটারে তাই সহজ ছুল সুর মনে চাইনা যেতে আর তো বহুদূর আছি যেথায় বাধা সেথায় যেন বেশ বেঁধেছি দেশ তাই ভালোবাসার আর কে বেশি পায়। ও....... গঙ্গা।....... তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কোখোনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছ দুতীরে বাধা হায়। ও....... গঙ্গা।....... তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কোখোনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছ দুতীরে বাধা হায় ও....... গঙ্গা।....... তুমি চলেছো ঢেউয়ে ঢেউয়ে কোথায় কোখোনো জোয়ারে আর কখনো ভাটায় জানি রয়েছ ...