Pijush Das and The Bong Studio present " Take Bole Elam ". This new song features and is sung by Pijush Das. The music is composed of Pijush Das and lyrics are penned by Pijush Das. Take Bole Elam Song Credit: Song : Take Bole Elam Vocal, Music & Lyrics : Pijush Das Director : Krish Bose DOP : Subhajit Sil & Krish Bose Chief AD : Supayan Das Producer : The Bong Media Label - The Bong Studio Take Bole Elam Song Lyrics: আমি বলে এলাম তাকে যেন ভুলে যায় তোমাকে, যেন আটকে আর না থাকে অভ্যাসে তোমার। কোনো পরিচিত ডাকে মন ফিরে দেখার আগে, ধরে অন্য হাত, প্রতিরাত যেন ভুলতে চায় তোমায়। বলে এলাম, আজও তোমার এই একলা দেশ শুধু ভাবতে চাই সেই তাকেই, প্রতিদিন। তুমি দিয়েছো কথা শেষ রাতের কান্নাদের ভালোবাসবে তাও ফিরবেনা আর কোনোদিন। বলে এলাম, বলে এলাম, বলে এলাম আমি তাকে ... বলে এলাম ... তার যে কটা গান লেখাছিল তোমায় নিয়ে তোমায় ভেবে সেই গান আজও সে রাত্রি জুড়ে গায় .... তার কান্নাদের দিন-রাত্রি নেই তার যন্ত্রণার সহযাত্রী নেই, শুধু এই কথাই জানালো আমায়। ...