সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Avijit Lahiri লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Tomate Harabo Ei Mon Lyrics | Avijit Lahiri

Tomate Harabo Ei Mon Song Credits: Singer: Avijit Lahiri   Lyrics & Composition: Avijit Lahiri Music: Ajit Sarkar Cast: Pankaj Prasad & Priya Sarkar Studio: Ajit Creative DOP: Samir Singha SEE THE IMAGE Tomate Harabo Ei Mon Lyrics: বুকের পাজরে রেখে দেব ধরে  তোমাকে আমি আজীবন চোঁখের আদরে ভিজে যাবো ঘোরে  তোমাতে হারাবো এই মন । (২)   সারাবেলায় এই রূপকথায়  স্বপ্ন সাজাবো দুজন  আজ কি উপায় ঘুম পাহারায়  তোমাতে হারাবো এই মন । (২) রয়েছো মন জুড়ে দুঠোঁটে আদুরে  ছুঁয়েছি তোমাকে যে এখন  ধীরে ধীরে তাই তোমাতে জড়াই  নেশা নেশা জাগে শিহরণ । তোমাতে হারাবো এই মন ।(২) ছোঁয়াচে প্রেম বাড়ে দুচোখে ঘুম কাড়ে  কিহলো আমার যে এখন  ফিরে ফিরে চাই দুচোখে হারাই  শোনেনা শোনেনা যে বারণ । তোমাতে হারাবো এই মন ।(৪) প্রিয় বন্ধু যদি আমাদের পথ চলার সাথী হয়ে ওঠে, তখন হাজার প্রতিকূলতা খুব সহজেই কাটিয়ে ওঠা যায় ।

Ami Ki Amake Lyrics, Robin, Avijit Lahiri

Robin and Central Music and Video [CMV]  present " Ami Ki Amake ". This new song features and is sung by Robin. The music is composed of Avijit Lahiri and lyrics are penned by Avijit Lahiri. Ami Ki Amake Song Credit: Song : Ami Ki Amake Singer : Robin Lyrics : Avijit Lahiri Composer : Avijit Lahiri Label : Central Music and Video [CMV] Ami Ki Amake Song Lyrics: আমি কি আমাকে .. আমি কি আমাকে তোমার সাথে জড়িয়ে নিতে পারতাম, জামার কলারে ময়লা জমেছে কপালের ভাঁজে জমে ঘাম। কলিং বেলে অভিমান কিছু শব্দ মুখ ফিরিয়ে ভাবছে, তোমার আমার রসায়ন উষ্ণতা শুধু মাপছে। বৃষ্টির জলে ভাসাতাম আমি বোঝাই নৌকা কষ্টের, হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের, হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের।। আমি কি তোমাকে আমার মতোই সাজিয়ে নিতে পারতাম, সব কিছু হার মেনে আমি তোমার জন্য জিততাম। ফোরায় কথা, ওরাই ভালো চোরাই স্বপ্ন থাকতো, ভাঙা ভাঙা ঘুমে সারারাত চোখ দুটো খোলা রাখতো। বৃষ্টির জলে ভাসাতাম আমি বোঝাই নৌকা কষ্টের, গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের, গায়ে ম...

Banglar Okkhore Okkhore Lyrics - 21 February Song | Azahar Ali

Banglar Okkhore Okkhore Lyrics - 21 February Song | Azahar Ali | Crafty Duniya | Bangla New Song 2020 বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল সেতো ভাইয়ের রক্ত, আমার মায়ের কান্না গুলো করবে কিভাবে ব্যক্ত। বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল সেতো ভাইয়ের রক্ত। কত শহীদের বলিদানে আজ হৃদয়ের কুল সিক্ত, রাজপথ জুড়ে মৃত্যু মিছিল আমার ভাইয়ের রক্ত। বাংলা ভাষায় , বাংলা গানে বাংলা কথার সুরে। শহীদের গন্ধ যে পাই, হৃদয়ে অন্ত: পুরে। বাংলায় হাঁসি, বাংলায় কাঁদি, বাংলায় অভিমান। বাংলা আমার মায়ের ভাষা ভাইয়ের বলিদান। বাংলা আমার মায়ের ভাষা ভাইয়ের বলিদান। বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল সেতো ভাইয়ের রক্ত , আমার মায়ের কান্না গুলো করবে কিভাবে ব্যক্ত। বাংলার অক্ষরে অক্ষরে দেখো লাল সেতো ভাইয়ের রক্ত। Banglar Okkhore Okkhore Lyrics - 21 February Song Song - Banglar Okkhore Okkhore Vocal - Azahar Ali Lyrics - Avijit Lahiri Tune - Azahar Ali & Avijit Lahiri Music Arrangement - Bikram Mitra Audio label- Audiogear recording Studio Drawing Video: Crafty Duniya Video edit and Mix - Saif Zohan Sp...

Bangla New Song 2019 | Pori Tui Hoili Na Amar Song Lyrics | Afran Nisho | Mehazabien | OST of Potongo

Pori Tui Hoili Na Amar Song Lyrics জামদানি শাড়ি , দিতে কি বল পারি নাই বা দিলাম মোটা সোনার হার , পরী তুই হইলি না আমার , পরী তুই হইলি না আমার। মুখ টা যে তোর ভারি , কেন করিস আড়ি আড়ি তোর খুশি ছাড়া চাইনা কিছুই আর পরী তুই হইলি না আমার , পরী তুই হইলি না আমার। ও লক্ষী বিবি , আমার কলিজায় তোর বাস তোর জন্য মন ফেরারি কত বছর মাস। পেলে তোরে দেব কিনে দামি শাড়ি গয়না , পরী তুই চোখেই হারাস যেন চোখের আয়না। জামদানি শাড়ি , দিতে কি বল পারি নাই বা দিলাম মোটা সোনার হার , পরী তুই হইলি না আমার , পরী তুই হইলি না আমার।.. [English] Jamdani shari dite ki bol pari Nai ba dilam mota sonar haar Pori tui hoilina amar Pori tui hoilina amar Mukta je tor bhari Keno koris ari ari Tor khushi chara chaina kichui aar Pori tui hoili na amar Pori tui hoili na amar O laxmi bibi, Aamar kolijay tomar bas Tor jonno mon ferari Koto bochor mas. Pele tore debo kina Dami shari goyna, Pori tui chokhei saras Jeno chokher aayna. Jamdani shari, dite k...