Tomate Harabo Ei Mon Song Credits: Singer: Avijit Lahiri Lyrics & Composition: Avijit Lahiri Music: Ajit Sarkar Cast: Pankaj Prasad & Priya Sarkar Studio: Ajit Creative DOP: Samir Singha SEE THE IMAGE Tomate Harabo Ei Mon Lyrics: বুকের পাজরে রেখে দেব ধরে তোমাকে আমি আজীবন চোঁখের আদরে ভিজে যাবো ঘোরে তোমাতে হারাবো এই মন । (২) সারাবেলায় এই রূপকথায় স্বপ্ন সাজাবো দুজন আজ কি উপায় ঘুম পাহারায় তোমাতে হারাবো এই মন । (২) রয়েছো মন জুড়ে দুঠোঁটে আদুরে ছুঁয়েছি তোমাকে যে এখন ধীরে ধীরে তাই তোমাতে জড়াই নেশা নেশা জাগে শিহরণ । তোমাতে হারাবো এই মন ।(২) ছোঁয়াচে প্রেম বাড়ে দুচোখে ঘুম কাড়ে কিহলো আমার যে এখন ফিরে ফিরে চাই দুচোখে হারাই শোনেনা শোনেনা যে বারণ । তোমাতে হারাবো এই মন ।(৪) প্রিয় বন্ধু যদি আমাদের পথ চলার সাথী হয়ে ওঠে, তখন হাজার প্রতিকূলতা খুব সহজেই কাটিয়ে ওঠা যায় ।