Robin and Central Music and Video [CMV] present "Ami Ki Amake". This new song features and is sung by Robin. The music is composed of Avijit Lahiri and lyrics are penned by Avijit Lahiri.
আমি কি আমাকে তোমার সাথে
জড়িয়ে নিতে পারতাম,
জামার কলারে ময়লা জমেছে
কপালের ভাঁজে জমে ঘাম।
কলিং বেলে অভিমান কিছু শব্দ
মুখ ফিরিয়ে ভাবছে,
তোমার আমার রসায়ন
উষ্ণতা শুধু মাপছে।
বৃষ্টির জলে ভাসাতাম আমি
বোঝাই নৌকা কষ্টের,
হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের,
হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের।।
আমি কি তোমাকে আমার মতোই
সাজিয়ে নিতে পারতাম,
সব কিছু হার মেনে
আমি তোমার জন্য জিততাম।
ফোরায় কথা, ওরাই ভালো
চোরাই স্বপ্ন থাকতো,
ভাঙা ভাঙা ঘুমে সারারাত
চোখ দুটো খোলা রাখতো।
বৃষ্টির জলে ভাসাতাম আমি
বোঝাই নৌকা কষ্টের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের।
Ami Ki Amake Song Credit:
- Song : Ami Ki Amake
- Singer : Robin
- Lyrics : Avijit Lahiri
- Composer : Avijit Lahiri
- Label : Central Music and Video [CMV]
Ami Ki Amake Song Lyrics:
আমি কি আমাকে ..আমি কি আমাকে তোমার সাথে
জড়িয়ে নিতে পারতাম,
জামার কলারে ময়লা জমেছে
কপালের ভাঁজে জমে ঘাম।
কলিং বেলে অভিমান কিছু শব্দ
মুখ ফিরিয়ে ভাবছে,
তোমার আমার রসায়ন
উষ্ণতা শুধু মাপছে।
বোঝাই নৌকা কষ্টের,
হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের,
হতে পারো তুমি নায়িকা আমার বানানো গল্পের।।
আমি কি তোমাকে আমার মতোই
সাজিয়ে নিতে পারতাম,
সব কিছু হার মেনে
আমি তোমার জন্য জিততাম।
ফোরায় কথা, ওরাই ভালো
চোরাই স্বপ্ন থাকতো,
ভাঙা ভাঙা ঘুমে সারারাত
চোখ দুটো খোলা রাখতো।
বোঝাই নৌকা কষ্টের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের,
গায়ে মাখি কিছু গন্ধ তোমার জমানো শব্দের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন