সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Mir Afsar Ali লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Iti Corona Virus Bengali Poem Lyrics (ইতি করোনা ভাইরাস) Mir

Iti Corona Virus Poem Lyrics In Bengali : পৃ থিবী ফিসফিসিয়ে বলেছিলো কিন্তু তোমরা শুনতে পাওনি, পৃথিবী সশব্দে বলেছিলো তবুও তোমরা কানে তোলোনি, পৃথিবী চিৎকার করে বলেছিলো কিন্তু পাত্তাই দাওনি তোমরা, আর তাই আমার এই জন্ম। আমি তোমাদের শাস্তি দিতে জন্মাইনি আমি তোমাদের জাগাতে এসেছি, সাহায্যের জন্য পৃথিবী চিৎকার করেছিল প্রবল বন্যা তোমরা শুতে পাওনি, জ্বলন্ত আগুনের শিখা না শোনোনি তোমরা ভীষণ ঝড় তোমাদের কানে যায়নি, দানবীয় ঘূর্ণি ঝড় তাও শোনোনি তোমরা। তোমরা এখনও পৃথিবীর কথা শুনতে পাওনা যখন দূষণের জন্য মারা যায় সামুদ্রিক মাছ হিমবাহ গলে চরম গতিতে, দুর্বিসহ খরা, না তোমরা শুনতে পাওনা। কত কত খারাপ পৃথিবী বয়ে নিয়ে চলেছে লাগাতার যুদ্ধ, সীমাহীন লোভ, জীবনের সংগে তোমরা বয়ে নিয়ে চলেছিলে। সেখানে যতই ঘৃণা জমে থাকুক না কেন রোজ যতই মানুষ মারা যাক না কেন পৃথিবী কি বলতে চাইছে সেটা শোনার চেয়েও বেশি জরুরি ছিলো লেটেস্ট iphone টা। কিন্তু এখন আমি এসেগেছি বিশ্বের ফাঁদেই বিশ্ব কে স্তব্ধ করে দিয়েছি, তোমাকে শুনতে বাধ্য করেছি, তোমাকে গৃহবন্দী থাকতে বাধ্য করেছি, বহুমূল্য দ্রব্য ঝেড়ে ফেলতে বা...