TAPUR TUPUR Lyrics টাপুর টুপুর বৃষ্টি নুপুর টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়ে , তুই যে আমার একলা আকাশ ; মেঠো সুরের ছাই রে মেঠো সুরের ছাই । রং বেরঙের বেলোয়ারি সাত-রঙা রং মুখ । তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ । যখন শিমুল পলাশ ঝড়বে পথে দুলবে হাওয়া বুকে , থাকবো দুজন , দুজনাতে শপথ নিয়ে সুখে । শিমুল পলাশ ঝড়বে পথে দুলবে হাওয়া বুকে , থাকবো দুজন , দুজনাতে শপথ নিয়ে সুখে । গাইবো তোরই দৃষ্টি পানে এক সুরেরই গান । টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়ে , তুই যে আমার একলা আকাশ ; মেঠো সুরের ছাই রে মেঠো সুরের ছাই । কেমন করে এমন হল যা হতো না আগে , ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী যাকে ; কেমন করে এমন হল যা হতো না আগে , ছলাৎ ছলাৎ বুকের মাঝে কোন এক নদী যাকে ; বলি ও সজনী , বলি ও সজনী , তোর হাতে যে আমার জীবন টাই । টাপুর টুপুর বৃষ্টি নুপুর জলছবিরই গায়ে , তুই যে আমার একলা আকাশ ; মেঠো সুরের ছাই রে মেঠো সুরের ছাই ।। TAPUR TUPUR Lyrics: Tapur Tupur Bristi Nupur Jolchobir e gaaye, Tui je amar ek...