সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Shamik Guha Roy লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

K Abar Bajaye Banshi Song Lyrics - Brihonnola

K Abar Bajaye Banshi - Brihonnola | Sekhar Das, Puja Das & Debanjana Chakraborty | Mrittika Biswas কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, হৃদি মোড় উঠলো কাপি হৃদি মোড় উঠলো কাপি চরণের সেই রননে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে । কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগল জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগল জোয়ার, কে তুমি আনিলে জল কে তুমি আনিলে জল কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে । আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা, কেন ওই নিঠুর খেলা কেন ওই নিঠুর খেলা খেলিলে আমার সনে।। হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লহ হে আসি, হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লহ হে আসি, ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে,, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে । কে আবার বাজায় বাঁশি ...... Movie: Brihonnola - One Body, Two Souls Singer: Mrittika Bis...