Tomake Chai Lyrics | Tomake Chai Kache Dure Lyrics (তোমাকে চাই) Tahsan | Kuhu | Tisha | Bangla New Song 2020 Tomake Chai Kache Dure Lyrics: তোমাকে চাই কাছে দূরে তোমাকে চাই এই হৃদয়ে রাতের আকাশের বিশালতা তোমাকে চাই সেই প্রিয় শুরে তোমাকে চাই কাছে দূরে তোমাকে চাই এই হৃদয়ে রাতের আকাশের বিশালতা তোমাকে চাই সেই প্রিয় শুরে। ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ কাছে পাবো এই অজুহাত চোখ মেলে যদি দেখা হয় হারাবো তোমার আছে যে ভয় তোমাকে চাই খুব কাছে থেকো তুমি পাশে শুধু ভালোবেসে তোমাকে চাই অনুভবে প্রতিটি নিশ্বাসে। তোমাকে চাই খুব কাছে থেকো তুমি পাশে শুধু ভালোবেসে তোমাকে চাই অনুভবে প্রতিটি নিশ্বাসে। যেন ভুলে না যাও যাই যদি ছেড়ে যাবোনা কভু একাকী চোখ বুজে তোমার ঘুমাবো আমি স্বপ্নের চেয়েও বেশি দামি। যেন ভুলে না যাও যাই যদি ছেড়ে যাবোনা কভু একাকী চোখ বুজে তোমার ঘুমাবো আমি স্বপ্নের চেয়েও বেশি দামি। ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ কাছে পাবো এই অজুহাত চোখ মেলে যদি দেখা হয় হারাবো তোমার আছে যে ভয় তোমাকে চাই খুব কাছে থেকো তুমি পাশে শুধু ভালোবেসে তোমাকে চাই অনুভবে প্রতিটি নিশ্বাসে। তোমা...