সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Suman Saha লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বলিউড ক্যামেরা | Bollywood cameras

বলিউড ক্যামেরা | Bollywood cameras "ছাল নাই কুত্তার  নাম  বাঘা "   বলিউড! সত্যি বলছি জঙ্গলেও বোধহয় এরকম পশুরাজ চলে না, সেখানেও একটা নিয়ম শৃঙ্খলা আছে, এখানে সেটাও নেই। "ফিল্ম ইন্ডাস্ট্রি" ! ভাবছেন এই ইন্ডাস্ট্রিতে গাড়ি, ঘড়ি তৈরী হয়? ভুল করছেন দাদা এখানে ওসব তৈরী হয় না, এখানে রঙ মাখা অযোগ্য লোকেরা সং সেজে কিভাবে আপনাকে মুরগি বানিয়ে গাড়ি, বাড়ি, নাম তৈরি করবে তার একটা সুন্দর মুখোশ তৈরি করা হয়। যে মানুষ গুলোকে ক্যামেরার সামনে দেখতে একরকম, আর বাস্তব জীবনে আরেকরকম।চার খান বরাহনন্দণ আছে এই চাল হীন ইন্ডাস্ট্রিতে তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই নগণ্য, কোনোটা বাদর মুখো তো কোনোটা প্রায় জোকার। আমরা, যারা আর কি পিওর আবাল, তারা আজ এদের অনেক বড়ো জায়গা দিয়ে দিয়েছি। এদের হাতে আমরাই অনেক অর্থ তুলে দিয়েছি,যার ওপর বসে এরা আজ পুরো চলচ্চিত্র জগৎটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছে। ডিরেক্টর থেকে প্রোডিউসার সব যুক্ত। মূর্খের হাতে টাকা আর ক্ষমতা তুলে দিলে একদিন না একদিন মানুষকে তার ফল ভুগতেই হবে, আর সেটাই ক্রমাগত ঘটে চলেছে।একের পর এক ঘটনা আমরা ঘটতে দেখছি বলিউড নামক এই জঙ্গল...

Abosad Mon অবসাদ মন

অবসাদ মন  . সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে বলে মরা কান্না কাঁদছেন? একটু দেখতে সুন্দর, অভিনয়টা ভালো লেগেছে? তারকা ব্যাক্তিত্ব, চেনা মুখ তাই কি? এরকম সুশান্ত ঘরে ঘরে রাতের অন্ধকারে আত্মহত্যা করছে।খোঁজ নিয়েছেন কখনো? যে কোনো কারো মৃত্যুই দুঃখের, সুশান্ত সিং ও তার মধ্যে পড়ে। তার মৃত্যুতে আমিও দুঃখিত। সুশান্তের মতো কারা অবসাদে ভোগে জানেন? কেনো ভোগে বোঝার চেষ্টা করেছেন কখনো? করেন নি।আপনি করতে চান না,কেনইবা করবেন।আপনিতো ভালো আছেন। দিনের শেষে চুরি করেন বা ডাকাতি আপনার ভালো থাকাটা আগে দরকার। ছল চাতুরী,বাহু বলে, টাকার জোরে অযোগ্য ব্যাক্তি গুলো ক্ষমতা দখল করে বসে আছে। তাদের পদ লেহনে মিলবে আপনার সুযোগ নাহলে অবসাদ, জ্ঞানীকে শুনতে হয় মূর্খের জ্ঞান এখানেও অবসাদ,মদের দোকানে, জুয়ার ঠেকে ভিড় দেখলে শিক্ষক হয়ে আমার অবসাদ। প্রথম হওয়া ছেলেটি বেকার, জাত পাতের সুযোগে ফেল করা ছেলেটি আজ ছাত্রকে শেখায় সূর্য উত্তরে ওঠে দক্ষিণে ডোবে এখানেও অবসাদ। দিনে গীতা বেঁচে রাতে দারু খেয়ে শিক্ষিত কে শ্লোক দিচ্ছে, অবসাদ এখানেও। নায়কের মতো দেখতে ছেলেটাকে হিজরার রোল, অবসাদ এখানেও। টিপ সই দেওয়া নেতার শংস...