বলিউড ক্যামেরা | Bollywood cameras "ছাল নাই কুত্তার নাম বাঘা " বলিউড! সত্যি বলছি জঙ্গলেও বোধহয় এরকম পশুরাজ চলে না, সেখানেও একটা নিয়ম শৃঙ্খলা আছে, এখানে সেটাও নেই। "ফিল্ম ইন্ডাস্ট্রি" ! ভাবছেন এই ইন্ডাস্ট্রিতে গাড়ি, ঘড়ি তৈরী হয়? ভুল করছেন দাদা এখানে ওসব তৈরী হয় না, এখানে রঙ মাখা অযোগ্য লোকেরা সং সেজে কিভাবে আপনাকে মুরগি বানিয়ে গাড়ি, বাড়ি, নাম তৈরি করবে তার একটা সুন্দর মুখোশ তৈরি করা হয়। যে মানুষ গুলোকে ক্যামেরার সামনে দেখতে একরকম, আর বাস্তব জীবনে আরেকরকম।চার খান বরাহনন্দণ আছে এই চাল হীন ইন্ডাস্ট্রিতে তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই নগণ্য, কোনোটা বাদর মুখো তো কোনোটা প্রায় জোকার। আমরা, যারা আর কি পিওর আবাল, তারা আজ এদের অনেক বড়ো জায়গা দিয়ে দিয়েছি। এদের হাতে আমরাই অনেক অর্থ তুলে দিয়েছি,যার ওপর বসে এরা আজ পুরো চলচ্চিত্র জগৎটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছে। ডিরেক্টর থেকে প্রোডিউসার সব যুক্ত। মূর্খের হাতে টাকা আর ক্ষমতা তুলে দিলে একদিন না একদিন মানুষকে তার ফল ভুগতেই হবে, আর সেটাই ক্রমাগত ঘটে চলেছে।একের পর এক ঘটনা আমরা ঘটতে দেখছি বলিউড নামক এই জঙ্গল...