অবসাদ মন
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে বলে মরা কান্না কাঁদছেন? একটু দেখতে সুন্দর, অভিনয়টা ভালো লেগেছে? তারকা ব্যাক্তিত্ব, চেনা মুখ তাই কি? এরকম সুশান্ত ঘরে ঘরে রাতের অন্ধকারে আত্মহত্যা করছে।খোঁজ নিয়েছেন কখনো? যে কোনো কারো মৃত্যুই দুঃখের, সুশান্ত সিং ও তার মধ্যে পড়ে। তার মৃত্যুতে আমিও দুঃখিত। সুশান্তের মতো কারা অবসাদে ভোগে জানেন? কেনো ভোগে বোঝার চেষ্টা করেছেন কখনো?
করেন নি।আপনি করতে চান না,কেনইবা করবেন।আপনিতো ভালো আছেন। দিনের শেষে চুরি করেন বা ডাকাতি আপনার ভালো থাকাটা আগে দরকার। ছল চাতুরী,বাহু বলে, টাকার জোরে অযোগ্য ব্যাক্তি গুলো ক্ষমতা দখল করে বসে আছে। তাদের পদ লেহনে মিলবে আপনার সুযোগ নাহলে অবসাদ, জ্ঞানীকে শুনতে হয় মূর্খের জ্ঞান এখানেও অবসাদ,মদের দোকানে, জুয়ার ঠেকে ভিড় দেখলে শিক্ষক হয়ে আমার অবসাদ। প্রথম হওয়া ছেলেটি বেকার, জাত পাতের সুযোগে ফেল করা ছেলেটি আজ ছাত্রকে শেখায় সূর্য উত্তরে ওঠে দক্ষিণে ডোবে এখানেও অবসাদ। দিনে গীতা বেঁচে রাতে দারু খেয়ে শিক্ষিত কে শ্লোক দিচ্ছে, অবসাদ এখানেও। নায়কের মতো দেখতে ছেলেটাকে হিজরার রোল, অবসাদ এখানেও। টিপ সই দেওয়া নেতার শংসা পত্র নিতে হচ্ছে একজন স্নাতকোত্তর ছাত্রকে অবসাদ নেই?
আছে আছে ভালো করে দেখুন আছে। পদস্থ আমলা তার বাপ বয়েসি সহকর্মীকে অপমান করছে, অবসাদ। সুন্দর গাইতে পারা ছেলেটা হারিয়ে যাচ্ছে সং সাজা বিচারকদের ভিড়ে এটাও অবসাদ। পরীক্ষায় কম নাম্বার পেলে বাবা মায়ের বকুনি, অবসাদ। প্রেমিকা চলে গেছে প্রেমিক অবসাদে, প্রেমিক চলে গেছে প্রেমিকা অবসাদে।সমাজের ভয়ে মানুষ অবসাদে,ধর্মের ভয়ে মনুষ্যত্ব অবসাদে, করোনার ভয়ে পৃথিবী অবসাদে।আরো বিচিত্র সব অবসাদ আমাদের চারপাশে খুব সস্তায় বিক্রি হচ্ছে। চারিদিকে শুধু অবসাদ অবসাদ আর অবসাদ,তাই বলেকি আত্মহত্যা? না বন্ধু সব ছেড়ে একাও তো থাকা যায় প্রকৃতির সঙ্গে মিশে, যে তোমাকে আমাকে সৃষ্টি করেছে। কেও তোমার অবসাদ ঠিক করতে পারবেনা কারন আমরা সবাই অবসাদে আচ্ছন্ন।তাই একা থাকো নিজে বাঁচো প্রকৃতিকে আপন করো সেই তোমার সৃষ্টি কর্তা।
সুমন সাহা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন