De De Pal Tule Dey Lyrics (দে দে পাল তুলে দে) Folk Song | Shreya Chakraborty | Abdur Rahman Boyati De De Pal Tule Dey Credits: Song Name De De Pal Tule Dey Singer Shreya Chakraborty Writer Abdur Rahman Boyati Music Director Purab Chakraborty label Amara Muzik Bengali De De Pal Tule Dey Lyrics In Bengali: দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা মদিনায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝড়ে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের ...