|| আয়ুর্বেদিক উপায়ে ত্বকের বলিরেখা থেকে মুক্তি || আমাদের জীবনে আমরা সবাই চায় যে, আমাদের চেহারা সব সময় সুন্দর ও উজ্জ্বল লাগে এবং তরুণ লাগে। কিন্তু এরকম অনেক কষ্ট করে হয়। আমরা নিজেদের চেহারার দিকে বেশি খেয়াল করতে পারি না, আর তার ওপর উল্টোপাল্টা খাওয়া-দাওয়া। যার ফলে আমাদের স্বাভাবিক বয়সের থেকে আরো বেশি বয়স্ক দেখায়। আমাদের স্বাভাবিক বয়সের থেকে বয়স্ক দেখানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আমাদের ত্বকের ভাঁজ বা বলিরেখা। এটা এমন একটা জিনিস যেটা আপনাকে কম বয়সে অনেক বয়স্ক দেখাবে। অল্প বয়সে ত্বকের ভাঁজ বা বলিরেখা থেকে মুক্তির উপায় :- মধু :- রোজ নিয়মিত সকালে মুখে মধু মেখে প্রায় ২০ মিনিট রেখে দিন।তারপর সেটা শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। আপনি যদি এটা রোজ নিয়ম অনুযায়ী করতে থাকেন তাহলে আপনার অবশ্যই উপকার হবে। অ্যাভোকাডো :- অ্যাভোকাডো হয়তো একটু দামি হতে পারে। কিন্তু এটা ত্বকের ভাঁজ বা বলিরেখার জন্য যথেষ্ট লাভবান। অ্যাভোকাডো-এর মুখের জালি অর্থাৎ ফেস মাস্ক বানানোর জন্য অ্যাভোকাডোর এক-চতুর্থাংশ ক্রিম পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এটা ...