Thakile Dobakhana Song Lyrics | Sobhab to kokhono jabe na | Gurudas pal ft. The Folk Diaryz | Bengali folk song Thakile Doba Khana Lyrics: থা কিলে ডোবাখানা, হবে কচুরিপানা, থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না, ও মরি, স্বভাব তো কখনো যাবে না মরি, স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায় আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়, আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায় আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়, আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায় ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায় হাতে না ধরিলে বস্তু কাটে উইপোকায়। পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধুই কা কা করে, সে শুধুই কা কা করে, কৃষ্ণ বলে না স্বভাব তো কখনও যাবে না, ও মরি, স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা, থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না ও মরি, স্বভাব তো কখনো যাবে না মরি, স্বভাব তো কখনো যাবে না।। সাপের স্বভাব যেমন ম...