Home
/
বাংলা গান লিরিক্স
/
Arkadeep Mishra
/
Bengali Folk Song
/
Kobiyal Gurudas Pal
/
The Folk Diaryz
/
/
Thakile Doba Khana Lyrics (থাকিলে ডোবাখানা) - The Folk Diaryz
Thakile Dobakhana Song Lyrics | Sobhab to kokhono jabe na | Gurudas pal ft. The Folk Diaryz | Bengali folk song
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।
জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
হাতে না ধরিলে বস্তু কাটে উইপোকায়।
পাতিকাক পুষে ঘরে
যতই পড়াও না তারে,
পাতিকাক পুষে ঘরে
যতই পড়াও না তারে,
সে শুধুই কা কা করে,
সে শুধুই কা কা করে,
কৃষ্ণ বলে না
স্বভাব তো কখনও যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না।
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।।
সাপের স্বভাব যেমন মারে
বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল,
আরে সাপের স্বভাব যেমন মারে
বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল।
আর বিড়ালেরই স্বভাব যেমন
হাঁড়ির পানে চায়,
বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।
বুনো ওল খেলে পরে
গলাটা কুট কুট করে,
বুনো ওল খেলে পরে
গলাটা কুট কুট করে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়লে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়লে
কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।
Lyricist: Kobiyal Gurudas Pal
Vocal and banjo: Arkadeep Mishra
Guitar: Sayan Das
Drum and percussion - Deep Ghosh
Flute: Sushruta Goswami
Bass guitar: Sandip Sarkar
Acoustic guitar: Kumarjit Nath
Management, concept by Tuhin Misra
Mixmaster by: Rahool Sarkar
Production: Cineglass Studio, Aditya Paul
Band : The Folk Diaryz
Thakile Doba Khana Lyrics:
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।
জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
হাতে না ধরিলে বস্তু কাটে উইপোকায়।
পাতিকাক পুষে ঘরে
যতই পড়াও না তারে,
পাতিকাক পুষে ঘরে
যতই পড়াও না তারে,
সে শুধুই কা কা করে,
সে শুধুই কা কা করে,
কৃষ্ণ বলে না
স্বভাব তো কখনও যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না।
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।।
সাপের স্বভাব যেমন মারে
বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল,
আরে সাপের স্বভাব যেমন মারে
বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল।
আর বিড়ালেরই স্বভাব যেমন
হাঁড়ির পানে চায়,
বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।
গলাটা কুট কুট করে,
বুনো ওল খেলে পরে
গলাটা কুট কুট করে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়লে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়লে
কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।
Thakile Doba Khana Song Credits:
Song: Thakile Doba KhanaLyricist: Kobiyal Gurudas Pal
Vocal and banjo: Arkadeep Mishra
Guitar: Sayan Das
Drum and percussion - Deep Ghosh
Flute: Sushruta Goswami
Bass guitar: Sandip Sarkar
Acoustic guitar: Kumarjit Nath
Management, concept by Tuhin Misra
Mixmaster by: Rahool Sarkar
Production: Cineglass Studio, Aditya Paul
Band : The Folk Diaryz
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন