MAA Lyrics ( Mother Nature ) | Rajat Paul | Debaprasad Tewary | Timir Biswas It’s the need of the hour felt by us !! Its the call for the awakening of humankind!! it’s an initiative by us to reach out to all since it’s high time we step forward and care for mother nature! Let’s Commence! MAA Lyrics Credits: Song - MAA ( Mother Nature ) Lyrics - Rajat Paul Music & Post Production - Debaprasad Tewary Voice - Timir Biswas Video Editing - Timir Biswas MAA Lyrics By Timir Biswas: তোমার ওই আলতো আঙ্গুল তোমার ওই আলগোছে চুল আমার ওই একশত ভুল শান্ত গাছের এক সবুজ ভূমি দেহের এক টুকরো ছিলাম পৃথিবীর আলো ছুঁলাম আদর এই লুকিয়ে রেখে মিষ্টি রোদের মেঘ ছায়া তুমি একবার দাও সুযোগ বদলে ফেলি রূপকথার ছবি লিখবে সেই কথা আজ এক নিমেষে ঘর ছাড়া কবি কষ্টের দেওয়ালে দেখছি তোমার মুচকি সেই হাসি রাত্রির জাগরণ যেন ক্লান্ত জোনাকি ...... তবে বলতে চাই আমি ভালোবাসি তোমাকে মা রক্তের সব ফোটাতে ঋণী আমি থাকবো মা যেন ফিরে পাই বারে বারে শুধু এই ছায়া ধুলো হয়ে পাই...