Ontohin icche Lyrics | অন্তহীন ইচ্ছে | Kona | Shoyeb | Bangla New Song 2020 | Official MV Ontohin icche Lyrics: অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয় কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়। (২x ) ভালোবাসা কারণে অকারণে এমনি কি হয় আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়? (২x ) কেন এতো ভয়? অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয় কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়। যার ছোয়াতে হায় পৃথিবী হাসে যার অভিমানে হায় বৃষ্টি আসে যার বিস্বাসে নিশ্বাস চলে যার কারণে প্রেম কথা বলে ও ও ও তাকে নিয়ে কোনো এত ভয় ? না বলা যত সুপ্ত কথা মেলে ধরে পরিচয় পিছন থেকে টানছে দ্বিধা সামনে থেকে নয়। (২x ) ভালোবাসা কারণে অকারণে এমনি কি হয় আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়? (২x ) কেন এতো ভয়? অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয় কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়। বোঝেনা মন বোঝেনা আমায় ধরে রাখে সংশয় কোনো হাঁটে বাঁকা পথে সোজা পথে নয় ? (২x ) ভালোবাসা কারণে অকারণে এমনি কি হয় আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়? (২x ) অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয় কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়। Ontohin icche Lyrics Credits: Son...