Hath Dhorar Bhul Lyrics by Subhrajit Panda : Hath Dhorar Bhul Song Is Sung by Subhrajit Panda . Music Composed by Rishi Panda . Song Lyrics In Bengali Written by Aniket Das. Song : Hath Dhorar Bhul Vocal & Tune : Subhrajit Panda Lyrics : Aniket Das Music : Rishi Panda Hath Dhorar Bhul Song Lyrics In Bengali : আমার জন্য দিতেই পারো পছন্দসই নাম খুঁজতে গিয়ে তোমায়, পেলাম অনেকটা বদনাম খুঁজতে গিয়ে তোমায় আবার হারিয়ে ফেললাম। কথার সাথে কথা জুড়ে পাঠিয়েছিলে খাম চিঠির আদর ভুল ঠিকানায়, খুঁজছো চুমুর দাম? দোষী কেবল নেমে আসা ওই কপালের চুল ঝগড়াঝাটি খুনসুটি আর হাতধরার ভুল, হাত ধরার ভুল। সেসব এখন খুব পুরোনো সামলে রাখি রোজ এক আকাশে সবাই থাকি, তুমি যে নিখোঁজ। এখন তুমি দূরের মানুষ দূরবীণেতেও নেই সারাজীবন থাকার কথা, হাতে হাত রেখেই, ভিড়ের রাস্তায় পুড়ছি আমি, হাতের মুঠোয় ছাই এই বর্ষায় তোমার ভরসায় গান গেয়ে যাই, গান গেয়ে যাই। আমার জন্য রাখতে পারো দু'মুঠো কান্না বিষণ্ণতার ভুল বানানে, খুঁজছি সান্ত্বনা। কাটা ঘুড়ি উড়তে জানে...